টাইপ করার কাজ হবে আরও সহজে

বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারে টাইপ করতে হয়।
‘লেট মি টাইপ’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে আপনি টাইপ করার কাজটি আরও সহজ করে নিতে পারবেন। এই সফটওয়্যার টাইপ করার সময় লেখা সব শব্দ স্বয়ংক্রিয়ভাবে মনে রাখবে। ফলে আগে লেখা কোনো শব্দ পরে
সহজেই লেখা যাবে।
মাত্র ৫৯১ কিলোবাইটের ছোট সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/letmetype-download-link-1-donload-link.html ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করুন। এর পর থেকে আগে লেখা কোনো শব্দ টাইপ করলে মাউস পয়েন্টারের সঙ্গে নম্বর অনুসারে তার তালিকা দেখা যাবে এবং উপযুক্ত শব্দ বেছে নিতে ওই নম্বরটি চাপতে হবে। সবার নিচে ডানে টাস্কবারে কি-বোর্ডের আইকন আসবে।
এখান থেকে সফটওয়্যারটির বিভিন্ন সেটিংস পাল্টানো যাবে।