লেখা পড়ে শোনাবে কম্পিউটার

জরুরি কোনো ওয়ার্ড ফাইল পড়ছেন। অনেক সময় লাগছে পড়তে। ভাবছেন, এমন যদি হতো—কম্পিউটার আপনার সহকারীর দায়িত্ব নিয়ে নিল; আপনাকে পড়ে শোনাতে লাগল প্রয়োজনীয় ফাইলটি। হ্যাঁ, পাঠক, এটা সম্ভব।
এ জন্য আপনাকে আপনার কম্পিউটারে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। এ সফটওয়্যারটির নাম হলো ‘টেক্সট অ্যালাউড’। এটি আপনাকে যেকোনো টেক্সট ফাইল পড়ে শোনাবে। এমনকি ওয়েবপেজও পড়ে শোনাতে পারবে এটা। চলার পথে বা অবসরে ই-বুক শোনার জন্যও এটা বেশ উপযোগী। নিজের কোনো লেখার প্রুফ রিডিংয়ের ক্ষেত্রেও এটা বেশ কাজের। এ ছাড়া যারা পড়তে অসমর্থ বা বয়সের কারণে দেখতে সমস্যা হয় অথবা কম্পিউটার মনিটরের সামনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যাদের জন্য নিষিদ্ধ, তাদের জন্যও খুব কাজের একটি সফটওয়্যার হলো এই টেক্সট অ্যালাউড। এ সফটওয়্যারের সাহায্যে শিশুদের গল্প শোনাতেও পারে কম্পিউটার। পড়ার গতি বা কণ্ঠস্বর—সবই নিজের পছন্দ অনুযায়ী নির্ধারণ করে দেওয়া যায় এই সফটওয়্যারে। এটা দিয়ে যে টেক্সট ফাইল শুধু তাৎক্ষণিকভাবে শোনা যায় তাই-ই নয় বরং পরবর্তী সময়ে শোনার জন্য সেটাকে আবার WAV, MP3, WMA-এর মতো বিভিন্ন অডিও ফরম্যাটেও সেভ করে রাখা যায়। টেক্সট অ্যালাউড সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন www.avaxhome.ws/software/NextUp.TextAloud.v3.0.19.html ওয়েব ঠিকানা থেকে। এর আকার ১৭.১৬ মেগাবাইট।