Sport's News


ঘরে বসে ক্রিকেট কোচিং


সারা দেশের কিশোর-তরুণ ক্রিকেটারদের জন্য বড় এক সুখবর। ঘরে বসেই তাঁদের ক্রিকেট কোচিং পাওয়ার সুযোগ করে দিচ্ছে ‘ক্লেমন ক্রিকেট মাস্টার’। আজ চ্যানেল আইয়ে শুরু হচ্ছে সাপ্তাহিক এই অনুষ্ঠান।
প্রতি শুক্রবার সন্ধ্যা ছয়টায় প্রচারিতব্য এই কোচিং অনুষ্ঠানে ব্যাটিং-বোলিং-উইকেটকিপিং ও ফিটনেস নিয়ে কথা বলবেন এবং হাতে-কলমে শিক্ষা দেবেন দেশের বরেণ্য সাবেক ক্রিকেটার ও কোচরা। যেমন ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো শেখাবেন বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান ও বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোচ আমিনুল ইসলাম। পেস বোলিং নিয়ে বলবেন খালেদ মাহমুদ ও মঞ্জুরুল ইসলাম। স্পিন বোলিং নিয়ে মোহাম্মদ রফিক ও ওয়াহিদুল গনি। ফিল্ডিং নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন। উইকেটকিপিং নিয়ে খালেদ মাসুদ। আম্পায়ারিং ও ফিটনেসের অংশও থাকছে, যেটির দায়িত্বে রকিবুল হাসান ও ডা. দেবাশিস চৌধুরী।
গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আজ প্রচারিতব্য অনুষ্ঠানের প্রথম পর্বটি দেখানোর পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। ক্লেমনের মালিক প্রতিষ্ঠান আকিজ গ্রুপের সঙ্গে খালেদ মাসুদের সম্পর্কটা অনেক পুরোনো। রাজশাহীতে মাসুদ ও তাঁর সতীর্থদের গড়া একাডেমিটির স্পনসর আকিজ গ্রুপ। সারা দেশে আরও বেশ কয়েকটি ক্রিকেট একাডেমিও গড়ে উঠেছে তাদের উদ্যোগে। এটিও ক্লেমনের সঙ্গে খালেদ মাসুদের একটি যৌথ উদ্যোগ।
‘ক্লেমন ক্রিকেট মাস্টার’-এর চিন্তাটা খালেদ মাসুদের মাথা থেকেই এসেছে। এমন কিছুর প্রয়োজনীয়তা কেন বোধ করলেন, ব্যাখ্যা করলেন সেটিও, ‘বাংলাদেশে এখন হাজার হাজার কিশোর-তরুণ ক্রিকেট খেলে। কিন্তু সেই তুলনায় কোচের সংখ্যা খুব কম। জেলা-উপজেলার ক্রিকেটারদের ভালো মানের কোচিং পাওয়ার সুযোগ নেই বললেই চলে। এ কারণেই আমার মনে হলো, জেলা-উপজেলায় বসেও কিশোরেরা ক্রিকেটের মৌলিক কোচিংটা যদি পেতে পারে, তাহলে খুব ভালো হয়। এ কারণেই আমি এই অনুষ্ঠানটা করার উদ্যোগ নিই। আকিজ গ্রুপকে ধন্যবাদ জানাই, আমি বলামাত্র তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’
আকিজ গ্রুপকে ধন্যবাদ দিচ্ছেন খালেদ মাসুদ আর সারা দেশের কিশোর-তরুণদের ধন্যবাদ দেওয়া উচিত খালেদ মাসুদকে। তাঁর সৌজন্যেই তো টেলিভিশনের সামনে বসে ক্রিকেট ক্লাস করার এমন মহার্ঘ সুযোগ।


 Bangladesh women’s cricket gains ODI status   
November 24, 2011

undefined


Bangladesh finally attained the one-day international (ODI) status in women’s cricket as its team Thursday clinched a nine-wicket victory over US lady cricketers in a playoff of the ICC Women’s World Cup qualifier in Savar.

n the fifth place playoff semifinal at BKSP 2, the hosts raced to 79 losing the only wicket of Ayesha Akhter (9) after the Americans scored a paltry 78 after winning the toss.

Suktara Rahman was unbeaten on 29 and Farjana Hoque on 27 as the home side reached the target in just 18.5 overs.

Earlier on Tuesday, Bangladesh's dream of playing in the Women's World Cup to be held in India in 2013 suffered a serious blow following a six-wicket defeat to Sri Lanka in the play-off match at Mirpur.

Player of the match offspinner Khadiza Tul Kubra claimed four wickets.




 Tendulkar touches another record: 15,000 runs in test cricket
November 08, 2011

India's Sachin Tendulkar became the first batsman to score 15,000 Test runs, achieving the feat on day three of the first Test against West Indies on Tuesday.

Tendulkar took a single off leg-spinner Devendra Bishoo to reach the milestone in his 182nd test at the Feroz Shah Kotla Stadium.

The batsman took off his helmet, raised the bat and looked skywards to celebrate the occasion as his team mates in the dressing room stood and clapped along with the sparse crowd at the stadium.

The 38-year-old is one century short of becoming the first batsman to hit 100 international tons.